স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে কঠোর হচ্ছে উপজেলা প্রশাসন। গতকালের পর আজও মোবাইল কোর্টের অভিযানে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে দুই ইউনিয়নের ৪ প্রার্থীকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর ) সন্ধ্যায় নির্বাচনী আচরণবিধি তদারকিতে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে শিকলবাহা ও চরলক্ষ্যা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ প্রার্থীকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) শিরীন আক্তার অভিযান পরিচালনা করেন।
এসময় নির্বাচন আচরণবিধি (দেয়াল ও যানবাহনে পোস্টার লাগানো, অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প, বিল বোর্ড স্থাপন, যানবাহনে স্টিকার থাকা) লঙ্ঘনের দায়ে শিকলবাহা ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী শফিউল আলমকে ১০ হাজার টাকা, একই ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো.হানিফকে ৫ হাজার টাকা, চরলক্ষ্যা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী শামসুল আলমকে ১০ হাজার, ও চরলক্ষ্যা ইউনিয়ন আ.লীগের চেয়ারম্যান প্রার্থী সোলেমানের সমর্থক মো. আলমগীরকে ১০হাজার টাকাসহ মোট ২৬ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
এর আগে বুধবার রাতে উপজেলার জুলধা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীসহ ৪জনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শিরীন আক্তার বলেন, জেলা প্রশাসক স্যার ও ইউএনও স্যারের নির্দেশে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া আচরণবিধি মানতে প্রার্থীদের কঠোরভাবে সতর্ক করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা বলেন, নির্বাচনী আচরণবিধি মানতে প্রার্থীদের প্রতীক বরাদ্দের সময় নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু অনেক প্রার্থী সেই নির্দেশনা না মেনে আচরণবিধি লঙ্ঘন করছেন। নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত কঠোরভাবে বিধি নিষেধ প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।
















