আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ৪ জয়িতার সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা হল রুমে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ।
আলোচনা সভা শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী চাতরী ইউনিয়নের সুলতানা মনিরা , শিক্ষা ও চাকরিতে বৈরাগ ইউনিয়নের সকিনা আকতার , নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা বরুমচড়া ইউনিয়নের সাদিয়া সুলতানা নারগিস, সমাজ উন্নয়নে অবদান রাখা নেলী ঘোষ সম্মাননা দেওয়া হয়।
নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা বরুমচড়া ইউনিয়নের সাদিয়া সুলতানা নারগিসকে উপজেলা পর্যায়ে চট্টগ্রাম জেলা থেকে ও সম্মাননা প্রদান করা হয়।
















