জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মশত বার্ষিকী ও মুজিব বর্ষকে স্মরনীয করে রাখতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রথম বারের মত প্রদত্ত গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড এ ভূষিত হলো বিকেএমইএ’র সহ-সভাপতি ও ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল এর মালিকানাধীন কারখানা মেসার্স ফোর এইচ ডাইং এন্ড প্রিন্টিং লিমিটেড।
কারখানাটি পটিয়া থানাধীন কালারপুল নামক স্থানের ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়; এখানে প্রায় ১২০০ শতাধিক শ্রমিক/কর্মচারী কর্মরত রয়েছে।
নিরাপদ ও কর্মপরিবেশে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও দক্ষ জনবল ব্যবহারের মাধ্যমে অধিক পরিমানে উৎপাদন নিশ্চিত করে দেশের অর্থনীতির গতিকে বেগবান ও টেকসই করার মাধ্যমে জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণে এবং দেশীয় শিল্প প্রতিষ্ঠাগুলোকে প্রতিযোগিতামূলক অংশগ্রহণে উব্দুদ্ধ করতে গ্রিন ফ্যাক্টরী অ্যাওয়াডর্- ২০২০ প্রদান করা হয়।
আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এর কাছ থেকে মেসার্স ফোর এইচ ডাইং এন্ড প্রিন্টিং লিঃ এর পক্ষে পরিচালক মোহাম্মদ হাসান এই পুরস্কার গ্রহণ করেন। এ সময় গনভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে সরাসরি সংযুক্ত ছিলেন।
উল্লেখ্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নীতিমালার আওতায় শ্রমমান সর্ম্পকিত কিছু মাপকাঠি যেমন- অপরিহার্য প্রতিপালন, পরিবেশগত প্রতিপালন, উদ্ভাবনী কার্যক্রম বিবেচনা করে ৩০ টি শিল্প-কারখানাকে গ্রীণ ফ্যাক্টরি অ্যাওয়ার্ড প্রদান করা হলো।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ এহছানে এলাহী’র সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারী উর্দ্ধতন কর্মকর্তা, বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ এবং ফোর এইচ গ্রæপের সিনিয়র ডিজিএম এ কে এম হেলাল উজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
















