চট্টগ্রামে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ৩ জন। আক্রান্ত ৩ জনই নগরের বাসিন্দা। এছাড়া চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে টানা ১৪ দিন মৃত্যুশূন্য দিন পার করেছে চট্টগ্রাম।
বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক কোভিড আপডেট তথ্যে এসব জানা গেছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, চট্টগ্রামের সরকারি বেসরকারি ১২টি ল্যাবে সর্বোমোট ১ হাজার ৬৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৩ জনের ফলাফল পজিটিভ আসে।
শনাক্ত ৩ জনই নগরের বাসিন্দা। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৪৪১ জনে এসে দাঁড়িয়েছে। আর মৃত রোগীর সংখ্যা ১ হাজার ৩৩১ জন।
















