নিজস্ব প্রতিবেদক :
আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত বড়উঠান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থী হিসেবে বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে লড়বেন আব্দুল করিম।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে কর্ণফুলী উপজেলা নির্বাচন অফিসার আব্দুল শুক্কুর এ প্রতীক তাকে বরাদ্দ দেন।
এবারের নির্বাচনে নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নসহ মানব সেবায় নিয়োজিত থাকতে চান তিনি।
ওয়ার্ডবাসীসহ ভোটারদের দোয়া ও ভোটেই জয়ী হবেন বলে বিশ্বাস এই যুবকের। নির্বাচনের তফসিল ঘোষণার আগ থেকেই সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন তিনি। এখন প্রতীক পেয়েও সকাল থেকে রাত পর্যন্ত পাড়া-মহল্লার অলিগলি, মেঠোপথ, হাটবাজারে গণসংযোগে দেখা যাচ্ছে তাকে। গ্রামের সবার সঙ্গে ভালো সখ্য থাকায় মো. আব্দুল করিকমকে নিয়ে তার সমর্থকরাও আশাবাদী।
বড়উঠান ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভোটার আলী আহমেদ বলেন,করিম ভাই একজন ভালো মানুষ। গ্রামের মানুষের কথা ভাবেন। মানুষের উপকারে কাজ করেন। এলাকার সমস্যা সমাধানে পরামর্শ দিয়ে পাশে থেকেছেন। আমরা তাকে ভোট দেব।
মেম্বার প্রার্থী মো. আব্দুল করিম বলেন, জনসাধারণের ভালবাসায় আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী আরও তিন প্রার্থী রয়েছেন। তারপরও জয়ের সম্ভাবনা দেখছি। কারণ, ভোটার ও এলাকাবাসী আমার সঙ্গে আছেন। আমি মানুষের পাশে সব সময় থাকার চেষ্টা করেছি। সাধ্য ও সামর্থ্য অনুযায়ী অনেকের উপকার করেছি।
তিনি আরও বলেন, এলাকার মানুষ আমাকে ভালোবাসে। তারা আমার মানসিকতাকে দেখেছে। আমি নির্বাচিত হলে একটি পরিচ্ছন্ন ও আধুনিক ওয়ার্ড গড়তে সবাইকে নিয়ে কাজ করব।
উল্লেখ্য, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কর্ণফুলী উপজেলার ৪টি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ৪ ইউপিতে চেয়ারম্যান পদে ১০ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১৭০ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
















