নিজস্ব প্রতিবেদক :
আনোয়ারা উপজেলার বারশত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হয়ে ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পথে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন এম এ কাইয়ুম শাহ ।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) কাইয়ুম শাহ,র আগমন উপলক্ষে কর্নফুলী উপজেলার দৌলতপুর কেপিজেড এলাকা থেকে কয়েক কিলোমিটার রাস্তার দু’পাশে হাজার হাজার জনতার ঢল নেমেছিলো। সব শ্রেণিপেশার মানুষ সকাল ৯টা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত অপেক্ষার পর তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে সক্ষম হন। প্রায় কয়েকশো মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে কেপিজেড থেকে রওনা হয়ে আনোয়ারায় পৌঁছান কাইয়ুম শাহ।

এসময় এম এ কাইয়ুম শাহ বলেন, আমি আপনাদের সন্তান। প্রধানমন্ত্রী আমাকে আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের মানুষের সেবা করার জন্য ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। তাই আগামী ৫ জানুয়ারি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আমাদের অভিভাবক মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভাইয়ের হাতকে শক্তিশালী করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবেন।
চেয়ারম্যান প্রার্থী এম এ কাইয়ুম শাহ আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আমার ওপর আস্থা রেখেছেন। আমি তাদের আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। আশা করি, আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে দলীয় কর্মী-সমর্থকবৃন্দ নৌকাকে বিজয়ী করতে কাজ করে যাবেন।
















