চট্টগ্রামের অলিগলি থেকে মূল সড়কের ফুটপাত। যেখানেই সুযোগ মিলেছে ভাসমান দোকান, সাইনবোর্ড দিয়ে দখল হয়েছে। হাঁটাচলার জো নেই পথচারীদের।
হাঁটা দূরে থাক রিকশা থেকে নেমে ভাড়া দেওয়ার জন্য একটু যে দাঁড়াবে তারও উপায় নেই। নগরীর চেরাগি থেকে আন্দরকিল্লা হয়ে বকশিরহাট মোড় পর্যন্ত চিত্রটা এমনই।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) এ এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্ন বিভাগের অভিযানের পর স্বস্তি নেমে আসে জনমনে।
চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী জানান, মেয়র মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সড়কের দুইপাশের অবৈধ ভাসমান দোকান, সাইনবোর্ড উচ্ছেদ করা হয়েছে। অভিযানে স্ক্যাভেটারসহ চসিকের ৫০ জন সেবক অংশ নিয়েছেন।
তিনি জানান, অভিযানে অর্ধশতাধিক অবৈধ সাইনবোর্ড, সড়ক, ফুটপাত দখল করে দেওয়া সাইনবোর্ড এবং ৪০টি ভাসমান টং দোকান উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
















