স্টাফ রিপোর্টার :
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এসে ১ জন চেয়ারম্যান, সংরক্ষিত নারী আসনে ১ জন ও সাধারণ সদস্য পদে ১৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এদের মধ্যে বড়উঠান ইউনিয়নে চেয়ারম্যান পদে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী মো. সাইফুদ্দীন আগেই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বাকি তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেনি।
সংশ্লিষ্ট উপজেলার নির্বাচন অফিসার আব্দুল শুক্কুর এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান ৪ ইউপিতে চেয়ারম্যান পদে ১জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১জন ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১৭ জন সহ সর্বমোট ১৯ জন প্রার্থী নিজেরা উপস্থিত হয়ে তাদের মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন। আগামীকাল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে৷
















