স্টাফ রিপোর্টার:
পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১০টি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
গতকাল (০৪ ডিসেম্বর) গণভবনে মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় তাদের নাম চূড়ান্ত হয়।
আজ রাত ১টায় দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
এতে আনোয়ারা উপজেলায় ১০ ইউনিয়নের
বৈরাগ ইউপিতে নৌকা পেলেন নোয়াব আলী, বারশতে মোহাম্মদ এম এ কাইয়ুম শাহ, রায়পুরে জানে আলম, বটতলীতে এমএ মন্নান চৌধুরী, বরুমছড়ায় মো. শামসুল ইসলাম চৌধুরী, বারখাইনে মো. হাছনাইন জলিল চৌধুরী, আনোয়ারা সদরে অসীম কুমার দেব, চাতরীতে মোহাম্মদ আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, পরৈকোড়ায় মামুনুর রশিদ চৌধুরী ও হাইলধর ইউনিয়নে কলিম উদ্দিন। মামলা জনিত কারণে আনোয়ারা উপজেলার ১১ নং জুইদন্ডী ইউনিয়ন বাদ পড়েছে।
তফসিল অনুযায়ী, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৯ ডিসেম্বর। আপিল ১০ থেকে ১২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ১৩ ও ১৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২২ সালের ৫ জানুয়ারি।
গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের ৩৬৯টি ইউপিতে এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ৯৯২ ইউপিতে ভোট হয়। এছাড়া চতুর্থ ধাপে ৮৪০টি ইউপিতে নির্বাচন হবে ২৬ ডিসেম্বর। এরপরে ৫ম ধাপে আনোয়ারাসহ ৭০৭টি ইউপিতে নির্বাচন হবে ৫ জানুয়ারি।
















