নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম আনোয়ারায় বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার প্রস্তাবিত আখতারুজ্জামান চৌধুরী মিনি স্টেডিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী(স:) ও ওরশে গাউছে (রহ:) উপলক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুল হক আমিরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোজাহেরুল ইসলাম । কনফারেন্সের উদ্বোধন করেন বখতিয়ার সোসাইটির সভাপতি মো. ফরিদ আহমেদ।
এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কো- চেয়ারম্যান আল্লামা আবু সুফিয়ান আবেদী আল কাদেরী।
প্রধান মেহমান ছিলেন শাইখ সাইয়্যেদ মাখদূম শাহ মোজাদ্দেদী আল মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও ৪নং বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, ২নং বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ ।
এতে বিশেষ বক্তা ছিলেন মাওলানা কাজী আব্দুল হান্নান, মাওলানা ওসমান গনি, মাওলানা নূর হোসেন জালালী , মাওলানা আবদুল মান্নান, মাওলানা মোবারক আলী,মাওলানা সোলেমান আনোয়ারী,মাওলানা ইব্রাহিম, মাওলানা তাহের মাওলানা ছাবের আহমেদ প্রমুখ।
বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে বক্তারা বলেন, “ইসলাম শান্তির ধর্ম। বিশ্ব শান্তির একমাত্র অনুসরণীয় অনুকরণীয় আদর্শ হযরত মোহাম্মদ মোস্তফা (স:)। তার দেখানো আদর্শ আমরা যদি সমাজে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে সমাজে অনাচার ও অশান্তি থাকবে না।
বক্তারা আরও বলেন ইসলামে সন্ত্রাস, জঙ্গিবাদ ও বোমাবাজির কোনো সুযোগ নেই। যারা এগুলো করে তারা ইসলাম থেকে অনেক দূরে। যুগে যুগে ইসলামের প্রচার ও প্রসার হয়েছে আল্লাহর অলি-আউলিয়ারদের মাধ্যমে। মহানবি (সা.) এর আদর্শ অনুসরণ-অনুকরণ আল্লাহর প্রকৃত অলিদের দিকনির্দেশনায় করা সম্ভব। তাঁদের এ দিক নির্দেশনায় সমাজ তথা রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।”
















