চট্টগ্রামে কর্ণফুলীর থানাধীন চায়না পেট্রোলিয়াম পাইপলাইন (সিপিপি) ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কর্মরত থিয়াং ইউ (৪০) নামে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে তার মৃত্যু হয়।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন পাচঁলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান।
থিয়াং ইউয়ের বাড়ি চীনের রাজধানী বেইজিংয়ের লিওনিং এলাকার। তিনি চায়না পেট্রোলিয়াম পাইপলাইন (সিপিপি) ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, বাদামতলি আপেল টাওয়ারে তিনি ভাড়া বাসায় ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সহকর্মীরা হাসপাতালে নিয়ে যান।
পাচঁলাইশ থানার ওসি (তদন্ত) সাকিবুর রহমান বলেন, চীনা নাগরিক থিয়াং ইউওই তার কর্ণফুলীর ভাড়া বাসায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চমেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
















