৪২ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেওয়ায় জরুরি অবতরণ করানো হয়েছে।
আজ বুধবার (১ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে বিশেষ ব্যবস্থায় বিমানটি অবতরণ করানো হয়।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর সুত্রে জানা যায়, ঢাকা থেকে আসা বিজি ৬১৭ ফ্লাইটটি নামার আগমূহুর্তে ল্যান্ডিং গিয়ারের সমস্যা দেখা দিলে তিনবার নামার চেষ্টা করেও ব্যর্থ হয়।
প্রায় এক ঘন্টা আকাশে থাকার পর রাত ৯টা ৪০ মিনিটে বিশেষ ব্যবস্থায় ফ্লাইটটি নিরাপদে রানওয়েতে অবতরণ করানো হয়।
















