আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের কৃতি সন্তান(চট্টগ্রাম-১২) সাবেক সাংসদ এডভোকেট শাহাদত হোসেন চৌধুরীর প্রথম জানাজা নামাজ সম্পূর্ণ হয়েছে ।
মঙ্গলবার সকাল এগারোটায় আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এই সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়াত নেতার কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ , আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার।
আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন মোশাররফ ।
দুপুর দুইটায় কাফকো হাউজিং কলোনী সংলগ্ন মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সোমবার রাত আটটায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধ্যকজনিত কারনে ৮১ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য যে, কর্মজীবনে উকিল শাহাদত হোসেন চৌধুরী বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাজনীতিবিদ, আইনজীবী ও চট্টগ্রাম-১২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। সহজ সরল এই পরোপকারী মানুষটি নিজ ইউনিয়ন পরিষদের চারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের সেবায় তিনি নিয়োজিত ছিলেন।
















