বাবলু দাশ, হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে ১৩টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের ৬ জন এবং স্বতন্ত্র ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ৫ জন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া আওয়ামীলীগের ২জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৩ টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মামলা সংক্রান্ত জটিলতার কারণে ১ নং ফরহাদাবাদ ইউপিতে নির্বাচন হয়নি। নির্বাচনে ১২ নং চিকনদন্ডী ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাকি ইউনিয়ন গুলোতে সাধারণ ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হয়।
নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা হলেন- মির্জাপুর ইউনিয়নে আকতার হোসেন খান সুমন, গড়দুয়ারা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ সরওয়ার মোরশেদ তালুকদার, উত্তর মাদার্শা ইউনিয়নে শাহেদুল আলম শাহেদ, ফতেপুর ইউনিয়নে মোঃ জায়নুল আবেদীন, চিকনদন্ডী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হাসানুজ্জামান বাচ্চু, দক্ষিন মাদার্শা ইউনিয়নে মোঃ সরওয়ার চৌধুরী।
কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মেখল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ সালাউদ্দীন চৌধুরী ও গুমানমর্দন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন- ধলই ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আবুল মনসুর (আনারস), নাঙ্গলমোড়া ইউনিয়নে মোঃ হারুনুর রশীদ (আনারস), ছিপাতলী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নুরুল আহসান লাভু (আনারস), শিকারপুর ইউনিয়নে এম এ খালেক (আনারস), বুড়িশ্চর ইউনিয়নে মোঃ জাহেদ হোসাইন জাহেদ (আনারস)।
এদিকে কয়েকটি ইউনিয়নে প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটলেও প্রায় প্রতিটি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ফতেপুর ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘরে হামলা ও মোটর সাইকেল পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ধলই ইউনিয়নের শান্তিরহাট সঃ প্রাথমিক বিদ্যালয়ে ব্যালট বাক্স উদ্ধার করার খবর পাওয়া গিয়েছে। এছাড়া কয়েকটি কেন্দ্রের বাইরে মেম্বার প্রার্থীদের সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আনোয়ার খালেদ বলেন, অবাধ নির্বাচনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিদুল বলেন, ১৩ ইউপিতে শান্তিপূর্ণ ভাবে ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। কোনখানে অপ্রীকর ঘটনার খবর পাওয়া যায়নি।
















