স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের কর্ণফুলীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চতুর্থ দফায় ৪টি ইউনিয়নে এখন চলছে উৎসবের আমেজ। সমর্থন আদায়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। এ আমেজ এখন হাটবাজারসহ গ্রামে-গঞ্জে। আর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানালেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। চতুর্থ ধাপে কর্ণফুলী উপজেলার শিকলবাহা,জুলধা,চরলক্ষ্যা, বড়উঠানসহ ৪ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে মামলা জটিলতার কারণে চরপাথরঘাটা ইউনিয়নে নির্বাচন হচ্ছে না। অন্যদিকে ৪ ইউনিয়নের প্রার্থীদের পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে এলাকার প্রতিটি অলিগলি।
পাশাপাশি, দিনরাত গণসংযোগে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। চেয়ারম্যান পদে দলীয় নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের প্রার্থীরা। তবে কারচুপিসহ ক্ষমতাসীনদের প্রভাব বিস্তারের আশঙ্কা বিএনপির ও স্বতন্ত্র প্রার্থীদের।
ভোটাররা বলছেন, প্রতিশ্রুতি নয় প্রার্থীদের অতীত কর্মকাণ্ডকে বিশ্লেষণ করেই ভোট দিবেন তারা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল শুক্কুর জানালেন, নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৪ ইউনিয়নের চেয়ারম্যান পদে ১২ জন। সংরক্ষিত পদে ৪২ জন। সাধারণ পদে ১৮৬ জন। মোট ২৪০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
















