নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর খরণদ্বীপ জ্যৈষ্ঠপুরা ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিনের পক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৫ নভেম্বর) বৃহস্পতিবার হাজী মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা সাহেদ উদ্দিন মনসুরের সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গিয়াস উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন চসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরাল।
সভায় বক্তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জমির উদ্দিনকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রদানের জন্য আহব্বান জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোরহান উদ্দীন বাবলু, সঞ্জয় কুমার ভঞ্জ, হিন্দু মহাজোট, বোয়ালখালী শাখার সভাপতি পলাশ মল্লিক, মো. আজাদ হোসেন তালুকদার, যুবলীগ নেতা সুমন দে, মো. আবু সৈয়দ রাজীব, আক্তার হোসেন রুবেল, কুতুব উদ্দীন, মো. মোজাফ্ফর, মো. দিদার, মো. টিপু সুলতান, মো. আলী আকবর, জাহাঙ্গীর আলম, মো. রাকিব, জিকু দে, মো. নয়ন, শ্রীকান্ত দে, চমক চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের বিভিন্ন নেতবৃন্দ।
বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী জমির উদ্দীন বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের সহযোগিতায় ইউপি নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় কাজ করে যাচ্ছি। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা থাকলে আমি আগামী ইউপি নির্বাচনে আপনাদের চেয়ারম্যান অর্থাৎ সেবক হিসেবে নির্বাচিত হবো ইনশাআল্লাহ।
আপনাদের সকলের দোয়া ও সমর্থন পেয়ে আমি নির্বাচিত হলে সকলের পাশে থেকে নির্বাচনী এলাকায় নারী নির্যাতন রোধ, সন্ত্রাস মুক্ত, রাস্তা-ঘাটের উন্নয়নসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করবো। ৮নং শ্রীপুর খরন্দ্বীপ জ্যৈষ্ঠপুরা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বত্র চেষ্টা করবো ইনশাআল্লাহ।
















