নগরীর চান্দগাঁও থানার খাজা রোড এলাকায় ক্রিকেট ব্যাটের আঘাতে মো. ইয়াকুব (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ফয়জুল আজিম নাবিল, নুরুল আক্কাস ও মো.সামি নামে তিন জনকে আটক করেছে।
চান্দগাঁও থানার উপ-পরিদর্শক আজিজুল হক জানান, বাড়ীর প্রবেশের রাস্তার স্পিডব্রেকার ভাঙার বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীদের সাথে ঝগড়া এক পর্যায়ে বাবা ছেলে মিলে ক্রিকেটের ব্যাট দিয়ে ইয়াকুবকে পেটালে ইয়াকুব মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
















