জে.জাহেদ, সিনিয়র প্রতিবেদক:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ০৪ (চার) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষে শেষ দিনে মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে চারজন দলীয় প্রার্থী আর অন্য ০৭ জন স্বতন্ত্র প্রার্থী। ১ জন ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ দলের প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শিকলবাহা-চরলক্ষ্যার রিটার্নিং অফিসার মকর চাকমা ও উপজেলা নির্বাচন অফিসার আব্দুল শুক্কুর।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে-বড়উঠান ইউনিয়নে চেয়ারম্যান পদে ০২ মনোনয়ন দাখিল করেছেন।
তারা হলেন-আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ দিদারুল আলম (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ’ দলের মো. সাইফুদ্দীন।
চরলক্ষ্যা ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৫ জন। এরা হলেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সোলেমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. ইব্রাহিম মিয়া, এটিএম হানিফ, মো. আলী, নাসির আহমেদ।
শিকলবাহা ইউনিয়নে চেয়ারম্যান পদে ০২ জন মনোনয়ন দাখিল করেছেন। আওয়ামী লীগের প্রার্থী আব্দুল করিম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. জাহাঙ্গীর আলম।
জুলধা ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৩ জন মনোনয়ন দাখিল করেছেন। আওয়ামী লীগের প্রার্থী হাজী মুহাম্মদ নুরুল হক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে রফিক আহমদ ও মো. মুসা এই ইউনিয়নে মনোনয়ন জমা দিয়েছেন।
এছাড়াও চরলক্ষ্যা ইউনিয়নে সংরক্ষিত (১-৩) পদে ১০ জন, সাধারণ পদে (১-৯) ৪৩ জন, শিকলবাহা ইউনিয়নে সংরক্ষিত (১-৩) পদে ১৪ জন, সাধারণ পদে (১-৯) ৫৬ জন। বড়উঠান ইউনিয়নে সংরক্ষিত (১-৩) পদে ০৯ জন, সাধারণ পদে (১-৯) ৪৮ জন। জুলধা ইউনিয়নে সংরক্ষিত (১-৩) পদে ০৯ জন। সাধারণ পদে (১-৯) ৩৯ জন।
সব মিলিয়ে ৪ ইউনিয়নের চেয়ারম্যান পদে ১২ জন। সংরক্ষিত পদে ৪২ জন। সাধারণ পদে ১৮৬ জন। মোট ২৪০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পুরো উপজেলায় চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদপ্রার্থীদের প্রচারণা শুরু হয়েছে। এসব প্রার্থীদের কর্মী-সমর্থকেরা বিভিন্ন মাধ্যমে জানান দিচ্ছেন।
উপজেলা নির্বাচন অফিসার আব্দুল শুক্কুর চট্টগ্রাম নিউজকে বলেন, চতুর্থ ধাপে কর্ণফুলীর ৪ ইউপিতে নির্বাচন হবে। এর মধ্যে চরলক্ষায় নির্বাচনে চেয়ারম্যান পদে সর্বোচ্চ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এখন পর্যন্ত কোন প্রার্থীর কোন ধরনের অভিযোগ পাওয়া যায়নি।
















