পটিয়া প্রতিনিধি : নয়ন শর্মা
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রাম থেকে পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে। দলের অফিসিয়াল পেইজে মঙ্গল বার রাতে তাদের নাম ঘোষনা করা হয়। বিশেষ কোন পরিবর্তন ছাড়া প্রায় প্রতিটি ইউনিয়নে পুরনো প্রার্থীদেরই নৌকা প্রতীকে মনোনীত করা হয়েছে।
নৌকা প্রতীকে যারা মনোনীত হয়েছে তারা হলো উপজেলার ভাটিখাইন ইউনিয়নে মোঃ বখতিয়ার , বড়লিয়ায় শাহীনুল ইসলাম শানু, কেলিশহরে সরোজ কান্তি সেন, দক্ষিনভূর্ষি ইউনিয়নে মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, কচুয়াইতে এস এম ইনজামুল হক, ছনহরাতে মোঃ সামশুল আলম , শোভনদন্ডি ইউনিয়নে এহছানুল হক, ধলঘাটে রনবীর ঘোষ , হাইদগাঁওতে মুহম্মদ ফয়সল,খরনায় মোঃ মাহবুবুর রহমান , হাবিলাসদ্বীপ ইউনিয়নে মোঃ ফৌজুল কবির, কুসুমপুরায় মুহাম্মদ ইব্রাহীম, জিরি ইউনিয়নে মোঃ আমিনুল ইসলাম খান, কাশিয়াইশে আলহাজ্ব আবুল কাসেম, আশিয়াতে মোহাম্মদ হাশেম, জঙ্গলখাইনে আলহাজ্ব মোঃ গাজী ইদ্রিছ, কোলাগাঁও ইউনিয়নে আহমদ নূর।
















