চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়ন আ’লীগের অন্তর্গত ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রয়াত নেতা বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবু এমপি’র ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২০ নভেম্বর) আলহাজ্ব হাবিবুর রহমানের সভাপতিত্বে আনিসুর রহমান, বিশ্বজিৎ মজুমদার ও দিদারুল ইসলাম মুরাদ এর যৌথ সঞ্চালনায় খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৬ নং বারখাইন ইউনিয়ন আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম।
আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু তাহের মাহমুদ এবং বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মোহাম্মদ আবু জাফর, জামাল উদ্দিন, শায়ের, মোহাম্মদ মুসা, আনিসুর রহমান, বিশ্বজিৎ মজুমদার, দিদারুল ইসলাম মুরাদ।
এসময় আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আনিসুর রহমান রনি, আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা নোমান।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নুরুল আবছার প্রমুখ।
















