চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে প্রতারণা ও চেক জালিয়াতিসহ ১১ মামলার পলাতক আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে তাকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর আলম ওই এলাকার হাজী আবদুল মোনাফের ছেলে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, প্রতারণা ও চেক জালিয়াতিসহ ১১ মামলায় পালিয়ে বেড়াচ্ছিলেন জাহাঙ্গীর আলম।
গোপন সংবাদ পেয়ে গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার (২০ নভেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
















