বাবলু দাশ, হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে স্থানীয় বনবিভাগ ও স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ ১৮টি পদ্মগোখরা সাপের বাচ্চা, ২টি ঘর গিন্নি ও ১টি দুধ সাপ উদ্ধার করেন।
বুধবার উপজেলার দক্ষিণ মেখল এলাকার একটি ঘর, নন্দীরহাট এলাকার শাহ আলমের ঘর থেকে ১৮টি পদ্মগোখরা সাপের বাচ্চা ও পৌরসদরের সন্ধীপ পাড়া নোয়ামিয়া সর্দার এর বাড়ী থেকে ১টি দুধ রাজ সাপ ও ফতেপুর ইউনিয়নের জামতলস্থ মো: হৃদয়ের ঘর থেকে ২টি ঘর গিন্নি সাপগুলো উদ্ধার করে।
হাটহাজারী ১১ মাইল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল কাদের চৌধুরী জানান, উপজেলার বিভিন্ন স্থান থেকে আমাদের সহযোগিতায় স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ এর পরিচালক সিদ্দিকুর রহমান রাব্বির নেতৃত্বে বুধবার সকাল থেকে উল্লেখিত বসতঘরের বিভিন্ন স্থান থেকে ১৮টি পদ্মগোখরা সাপের বাচ্চা ও ১টি দুধ রাজ সাপ ২টি ঘর গিন্নি সাপসহ ২১টি উদ্ধার করি।
















