অনলাইন ডেস্ক:
র্যাব বা বিজিবি সদস্য পরিচয়ে টিকটক করে নারীদের ফাঁদে ফেলার অপরাধে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম রাজ ওরফে রাকিব। রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো ক্ষুদে বার্তায় (এসএমএস) এই তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে টিকটক ব্যবহার করে প্রতারণা, নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন, ব্ল্যাকমেইল এবং অর্থ আত্মসাৎতের অভিযোগে টিকটক রাজ ওরফে রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। এবিষয়ে আগামীকাল মঙ্গলবার সকালে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
















