নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের আনোয়ারায় স্কাভেটরের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন গুরুত্বর আহত হয়েছে।
তারা হলেন, আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের মৃত ইউনুসের ছেলে আক্কাস উদ্দিন (২৪) ও শামসুল ইসলামের ছেলে মো. শওকত (২২)। তারা দুজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
রবিবার (১৪ নভেম্বর) সকাল ৭টার দিকে সিইউএফএল সড়কের বন্দর সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার সকালে মোটরসাইকেল যোগে আক্কাস ও শওকত উপজেলার রায়পুর থেকে চাকরিতে যোগদান করতে কেপিজেড সু-পেক্টরির দিকে যাচ্ছিলো। এসময় সেন্টার এলাকায় বিপরীত দিক থেকে আসা স্কাভেটরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটর সাইকেলে থাকা চালকসহ দুইজন গুরুতর আহত হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম জানান এ বিষয়ে এখনো কেউ আমাদের অবগত করেনি। অভিযোগ পেলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিব। তবুও বিষয়টির বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।
















