নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি প্রতিনিধি: পাহাড়ের দুর্গম এলাকায় এখনো চিকিৎসাসেবা নেই দুর্গম এলাকায়। এমন অবস্থায় খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করে।
খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে খাগড়াছড়ি সদরের দুর্গম বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শতাধিক হতদরিদ্র পাহাড়ি ত্রিপুরা মানুষদের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়।
আগমনী শীতের সকালবেলা লাইনে দাঁড়িতে দুর্গম পাহাড়ি ত্রিপুরা শিশু, নারী, তরুণী ও বৃদ্ধারা একে একে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহন করে।
আজ শনিবার সকালে মেডিক্যাল ক্যাম্পেইনে উপজাতি জনগোষ্ঠী ত্রিপুরা লোকজনরা অংশগ্রহন করেন।
বিনামূল্যে চিকিৎসা সেবায় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেনে সাফিন আল সাইফ পলক, খাগড়াছড়ি সদর জোনের আরএমও ক্যাপ্টেন মেহেদী, খাগড়াছড়ি সদর জোনের ঘাসবন ক্যাম্পের লেঃ দাউদ ও খাগড়াছড়ি সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক অগ্নিভো চাকমা।
খাগড়াছড়ি সদর জোন জানান, এই ধরনের সেবামূলক কার্যক্রম খাগড়াছড়ি সদর জোন ভবিষ্যতে পরিচালনা করবে।
মেডিক্যাল ক্যাম্পেইনে স্থানীয় জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা করার অনুরোধ জানান।
খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল তৌফিকুল বারী বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ ও গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি সদর জোন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে। ভবিষ্যতেও সদর জোন এই ধরনের পদক্ষেপ গ্রহন করা হবে।
















