নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু-এর বে-ভিউ হলে ৪ দিনব্যাপী ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২১’ আগামী ১৯ নভেম্বর থেকে থেকে শুরু হচ্ছে।
‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ এ স্লোগানকে ধারণ করে এবারে ফেয়ারে ১৫টি প্রতিষ্ঠানের ৪৪টি স্টল অংশ নিচ্ছে।
বৃহস্পতিবার নাসিরাবাদ রিহ্যাব অডিটোরিয়ামে আয়োজিত স্টল বরাদ্দ অনুষ্ঠানে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী এ তথ্য জানান।
বক্তব্যে কৈয়ূম চৌধুরী বলেন, কোভিড-১৯ এর কারণে বছরের শুরুতে আমরা ফেয়ারটি আয়োজন করতে পারি নাই। যেহেতু কোভিড় সংক্রমণ একেবারই কমে যাওয়ায় আমরা ফেয়ার আয়োজন করছি।’
আপনারা লক্ষ্য করেছেন রিয়েল এস্টেট
ব্যবসাও আগের চেয়ে অনেকটা চাঙ্গা হয়েছে। এবারের ফেয়ারটিকে আমরা বিগত ফেয়ারগুলির চেয়ে
আরও অধিক জাঁকজমকের সাথে আয়োজন করছি। মানুয়ের অন্যতম মৌলিক চাহিদা বাসস্থান
নিশ্চিত করাই রিহ্যাবের মুল লক্ষ্য।’
এজন্য তিনি সরকার, ব্যাংক, অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
ক্রেতাগণকে একই ছাদের মধ্যে
তাদের সাধ ও স্বাধ্যের মধ্যে পছন্দের ফ্ল্যাট ও প্লট বেছে নেওয়ার সুযোগ করে দিচ্ছে রিহ্যাব।
এতে স্বাগত বক্তব্য রাখেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-,চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিদারুল হক চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মাহবুব সোবহান জালাল তানভীর।
চট্টগ্রাম ফেয়ার ২০২১ এর বিধিমালা পাঠ করেন কোড অব কন্ডাক্ট মিজানুর রহমান।
সংবাদ মাধ্যমে উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি ও রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২১ এর আয়োজক কমিটির সদস্য নাজিম উদ্দিন, মোরশেদুল হাসান, এ এস এম আবদুল গাফফার মিয়াজী, ইঞ্জি. শেখ নিজাম উদ্দিন জনাব আশীষ রয় চৌধুরী, মো নুর উদ্দিন আহমদ প্রমুখ।
















