পটিয়া প্রতিনিধি:
“স্বাধীনতার পরবর্তীতে দেশের যুবকদের সংগঠিত করার জন্য যে ঐতিহাসিক পটভূমিতে যুবলীগের জন্ম হয়েছিল, যুবলীগ সেটা রাজপথে বারবার প্রমান করেছে। যে কোন আন্দোলন সংগ্রামে যুবলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। দেশের যে কোন ক্রান্তি লগ্নে যুবলীগের ভূমিকা অপরিসীম”।
আজ যুবলীগের ৪৯ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে পটিয়া উপজেলা যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ সামশুল হক চৌধুরী বলেন, ইউপি নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে নির্দেশনা দিয়ে প্রত্যেক ওয়ার্ডে যুবলীগকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে।
পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসানুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য বিজন চক্রবর্তী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী।
পটিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাষ্টার রিটন নাথের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির, উপজেলা যুবলীগের সদস্য মোঃ ফোরকান, মোঃ দিদারুল আলম, মোঃ মোর্শেদ, এনাম মজুমদার, মোঃ শাহ আলম, জাবেদ সরোয়ার, শাহ আজিজ, শীতল তালুকদার, রবিউল আলম ছোটন, হারুন মাষ্টার, মোঃ মহিউদ্দিন, শিমুল দে প্রমুখ।
















