চট্টগ্রাম ‘কোর্ট হিল’ এলাকাকে ‘পরীর পাহাড়’ না লিখতে আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (১০ নভেম্বর) চট্টগ্রাম প্রথম সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান নাসরিনের আদালত এ আদেশ দেন।গত রোববার (৭ নভেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসনের বিভিন্ন জায়গায় পরীর পাহাড় লেখায় এর সামাধান চেয়ে আদালতে মামলা করেন চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতি।এতে ‘কোর্ট হিল’ নামের পক্ষে অতীতের সরকারি নথির সাক্ষ্য প্রমাণ হাজির করে ‘পরীর পাহাড়’ নাম ব্যবহারে নিষেধাজ্ঞা চায় আইনজীবীদের এ সংগঠন। মামলায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান, সহকারী কমিশনার ভূমি বাকলিয়া আতিকুর রহমানকে বিবাদী করা হয়। আদালত মামলাটি শুনানি শেষে মামলার বিবাদীদের তিন দিনের মধ্যে পরীর পাহাড় লেখার ওপর কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না তার ব্যাখ্যা দিতে নির্দেশ দেন।
















