হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৬ পরিবার একেবারে নিঃস্ব হয়ে যায়। এসময় রুহান (৬) নামে এক শিশু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। তাছাড়া অগ্নিদগ্ধ হয়ে মহিলাসহ ৬ ব্যক্তি আহত হয়েছে।
বুধবার ভোররাতে পৌরসভার ১ নং ওয়ার্ডে রঙ্গীপাড়া এলাকার ফজল হক সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতি আনুমানিক ৩০ লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি।
স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে ঐ এলাকায় আবু তাহের বসত ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে ৬ পরিবারের বসত ঘর ও ঘরের রক্ষিত যাবতীয় মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকান্ডের সংবাদ ফায়ার সার্ভিসকে অবহিত করলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়নন্ত্রে আনে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন, আবু তাহের, মোঃ শাহ আলম, মাবিয়া খাতুন, নুরুল আলম, নুর বেগম ও ফুরুক আহম্মদ। অগ্নিদগ্ধরা হলেন, আনোয়ার খাতুন (৪৫, বৃষ্টি (৬), লাকী আক্তার (৩৫), কালু মিয়া (১৮), ছনোয়ারা বেগম (৬৫) তাদেরকে চমেক হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে বলে স্থানীয় ক্ষতিগ্রস্থ পরিবারের পার্শ্ববর্তী বসতঘরের মোঃ কাশেম গণমাধ্যমকে জানান।
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে বুধবার সকালে ইউএনও শাহিদুল আলম ও পৌর সভার সহায়ক কমিটির সদস্য আলী আজম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে উপজেলা প্রশাসনের থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬ পরিবারকে দুই বাল্ডিং টিন, ৬ হাজার টাকা, ৫ টি করে কম্বল ও খাদ্যসাসগ্রী বিতরণ করা হয়েছে।
তাছাড়া অগ্নিদগ্ধ হয়ে রুহান মৃত্যুর কারণে তার দাফনের জন্য ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। অগ্নিকান্ডে পরিবারকে পৌরসভার পক্ষ থেকে ৫০ কেজি ওজনের তিন বস্থা চাউল দেওয়া হয়েছে।
অগ্নিকান্ডের ঘটনা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহজাহান বলেন, অগ্নিকান্ডে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
















