হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে পরিবেশ আইন লঙ্ঘন করে পুকুর ভরাট করার দায়ে সুকুমার রায় নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।
বুধবার (১০ নভেম্বর) ফতেয়াবাদ চৌধুরীহাট দাতারাম চৌধুরী সড়ক সংলগ্ন স্হানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুকুর ভরাট কাজে সহায়তাকারী বালু ভর্তি একটি ট্রাক ও জব্দ করা হয়েছে।
ইউএনও মোঃ শাহিদুল আলম বলেন, পরিবেশ আইন লঙ্ঘন করে পুকুর ভরাট করার কারণে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারায় সুকুমার রায় নামক এক ব্যক্তি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া বালু ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজ পত্র প্রদর্শন করতে পাড়লে পুকুর ভড়াট করা যাবে বলে তিনি পুকুর ভরাটকারীকে জানিয়ে দেন।
















