নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন, ঝুঁকিপূর্ণ বাঁকে একদিক থেকে অপরদিক দেখতে কনভেক্স রোড সেফটি আয়না স্থাপন করা হয়েছে। সড়ক ব্যবহারকারীরা সুফল পাচ্ছে। ভবিষ্যতে বেশি সংখ্যাক আয়না বিভিন্ন বাঁকে স্থাপন করা হবে। যা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক হবে।
দুই পাশে পাহাড় মাঝখানে পাহাড়ি আঁকাবাঁকা সড়ক আর সড়ক। দেখতে মনমুগ্ধকর। ভ্রমণ পিঁপাসুদের কাছে টানে পাহাড়ি এলাকা। দেখতে দৃষ্টিনন্দন হলেও একটু অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা।
উঁচু পাহাড়ের আঁকাবাঁকে ইচ্ছেমত গতি নিয়ে চলার সময় প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী মটরসাইকেল, বাস, ট্রাক, কার, মাইক্রোবাসসহ সকল প্রকার যানবাহন বাঁকে দুর্ঘটনা বেশি ঘটে।
তাই সবুজ পাহাড়ের দৃষ্টিনন্দন সড়কে মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে ঝুঁকিপূর্ণ বাঁকে খাগড়াছড়ি সড়ক ও জনপদ (সওজ) নিয়েছে বিকল্প এক উদ্যোগ। বাঁক থেকে সামনের সড়ক দেখা যেতে স্থাপন করেছে কনভেক্স রোড সেফটি আয়না। এই আয়না দিয়ে সামনের সড়ক দেখা যায়।
খাগড়াছড়ি ঢাকা সড়কের বাস চালক কবির ও সুমন বলেন, রোড সেফটি আয়না স্থাপন করায় দুর্ঘটনা কমে এসেছে। প্রতিদিন খাগড়াছড়িতে শতশত পর্যটক বেড়াতে আসে। আগের তুলনায় এখন চট্টগ্রাম-ঢাকা-খাগড়াছড়ি সড়কে দুইগুণ বাস বেড়েছে।
পাহাড়ি সড়কের বাঁকে সেফটি আয়না স্থাপন করায় দুর্ঘটনা অনেক কমেছে। সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে আয়না স্থাপন করা হলে দুর্ঘটনা কমে যাবে।
খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের শান্তি পরিবহনের যাত্রী শান্ত ত্রিপুরা ও জ্ঞান ত্রিপুরা বলেন, ঝুঁকিপূর্ণ বাঁকে বিপরীত দিক থেকে আসা গাড়ি দেখা না যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটে। সেফটি আয়না স্থাপন করায় এখন দুর্ঘটনা কমে আসছে।
পাহাড়ি সড়কের চালকরা বলেন, বাঁকের সামনে কোনো গাড়ি আছে কী না আয়নার মাধ্যমে দেখা যায়। বাঁকে কনভেক্স রোড সেফটি আয়না স্থাপন করায় চালকদের অনেক উপকার হয়েছে। দুর্ঘটনা অনেকটা কমে এসেছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিবহণ মালিক শ্রমিক সমন্বয় পরিষদ ও সড়ক পরিবহন চালক সমবায় সমিতির নেতা মো: ইউনুছ বলেন, সড়কে যে হারে গাড়ি বেড়েছে সে হারে প্রশস্ত হয়নি সড়ক। এছাড়াও পর্যটন এলাকা হিসেবে বাহির থেকে আসা গাড়ি চালকদের সাবধানতা দেখা যায়। ঝুঁকিপূর্ণ বাঁকে কনভেক্স রোড সেফটি আয়না স্থাপন করায় আগের তুলনায় দুর্ঘটনা কম ঘটছে। আরো আয়না ও গতিরোধক দেওয়াসহ বাঁকের ঝোঁপ-ঝাড় কাটা হলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমবে যাবে।
খাগড়াছড়ি পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান বলেন, প্রত্যেকটা বাঁকা কনভেক্স রোড সেফটি আয়না স্থাপন করা হলে সড়ক দুর্ঘটনা আরো কমে আসবে। পাশাপাশি সড়কের দুইপাশে জঙ্গল পরিস্কার করা প্রয়োজন।
খাগড়াছড়ি পুলিশ পরির্দশক (শহর ও যানবাহন) সুপ্রিয় দেব বলেন, বিপরিদ সড়ক দিক থেকে আসা যানবাহন আয়নাতে দৃশমান হওয়ায় দুর্ঘটনা অনেক কম হয়। তিনি বলেন, খাগড়াছড়ি থেকে রামগড়-বাড়িয়ারহাট পর্যন্ত প্রায় একশ আঁশিটি বাঁক আছে। তারমধ্যে ঝুঁকিপূর্ণ নব্বয়টি। কতৃপক্ষ দৃষ্টি আকষণ করছি গুরুত্বপূর্ণ স্থানে আয়না স্থাপন করলে দুর্ঘটনা কমে যাবে।
















