নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ অমান্য করে ক্ষদ্র টং দোকান এবং চা দোকানে সিগারেট কোম্পানীর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। উপজেলার ৫টি বাজারের ১০ টি দোকান পর্যবেক্ষন করে প্রত্যেক দোকানে আইন অমান্য করে সিগারেট কোম্পানীর বিজ্ঞাপন প্রচার করতে দেখা যায়। বেসরকারী উন্নয়ন সংগঠন উপকূল সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে এ বিষয়ে একটি সচিত্র প্রতিবেদন উপজেলা নির্বাহী অফিসারের নিকট উপস্থাপন করা হলে তিনি আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে জানান। পরে তাঁর সম্মতিতে সকাল থেকে মিরসরাই বাজারে একটি, নিজামপুর কলেজ এলাকায় একটি এবং বড়দারোগাহাট বাজারে একটি করে মোট তিনটি দোকানে বিজ্ঞাপন অপসারণ করে “জীবন বাচাতে তামাক ছাড়ি, তামাক কোম্পানীর আগ্রাসন প্রতিহত করি” স্লোগান সম্বলিত ব্যানার স্থাপন করা হয়।
















