‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার আত্মত্যাগ জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার জীবন ও দর্শন থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে সাম্প্রদায়িক অপশক্তি প্রতিরোধের আহ্বান।’
সোমবার (৮ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় মহসিন কলেজের হলরুমে বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার উদ্যোগে আয়োজিত ‘জাতীয় চার নেতা হত্যাকান্ড : বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ষড়যন্ত্র’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহসিন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইলিয়াছ, মুখ্য আলোচকের বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আবুল বাসার।
মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন পলাশের সভাপতিত্বে এবং মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দীন মামুনের সঞ্চালনায় সেমিনারে বক্তারা আরো বলেন, ‘বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে দেশে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা হাজার বছরেও কাটিয়ে ওঠার মত নয়।
কমিশন গঠন করে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকান্ডের মদদদাতাদের খুঁজে বের করতে হবে, যেন ভবিষ্যতে এ ধরনের হত্যাকান্ড আর না ঘটে। দেশবিরোধী শক্তি এখনও রাজনৈতিক শূন্যতা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এই সকল চক্রান্ত মোকাবিলা করে দেশ এগিয়ে যাচ্ছে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা হারুন অর রশীদ হৃদয়, এম ইউ সোহেল, মিনহাজ তালুকদার, আনোয়ার আজিম শাহিন, সাজ্জাদ হোসেন বাপ্পি, নাজিম উদ্দিন, মনির চৌধুরী, শিমলা তম্বি, দোলন বড়ুয়া, আব্দুস সোবহান, মো. হাবিব, এরশাদুল করিম, মু. সাকিব, শাখাওয়াত হোসেন রাব্বি, তৌহিদুল হক কাইসার, মীর মোহাম্মদ রবি, হাবিবুর রহমান সুজন, আবির উদ্দিন কবির, সাদ্দাম হোসেন, অনিক আহমেদ, রবিউল হাসান, নুরুউদ্দিন ফয়সাল, ইমরান হোসেন ইমন, রেজাউল করিম, যুবরাজ দাশ, এইচ.এম জাহিদ, আরিফুল ইসলাম, আনিকা সুলতানা, আরিফ উল্লাহ ওয়াহিদী, সোহেল তানভীর, সরোয়ার জামান, আসিফুল হক রুমন, লায়লা সিকদার লিপি, আবির হোসেন, মোরশেদুল আলম রাহা, মেহেদী হাসান তানভীর, সাদমান হাফিজ, সাজিদুল করিম সাজিদ, ইয়াসিন আরাফাত, শেখ আবদুল আজিজ, আয়াস মাহামুদ প্রমুখ।
















