আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে মো.আরোপ নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
সোমবার (৮ নভেম্বর) সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু আরোপ উপজেলার চাতরী ইউনিয়নের বেলচূড়া সুজার মোল্লা পাড়ার বাবুল হকের ছেলে।
পরিবারিক সূত্রে জানাযায়, শিশু আরোপ কয়েক দিন আগে তার মায়ের সঙ্গে গহিরার নানার বাড়িতে বেড়াতে যায়। সকালে বাড়ির আঙিনায় সে খেলা করছিল। এক পর্যায়ে সবার অগোচরে শিশুটি বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়।
পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তার ভাসমান লাশ উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মিসবাহুস সালেহীন বলেন, পুকুর থেকে উদ্ধার করে একটি শিশু স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু তার আগেই শিশুটি মারা যায়।
















