শপথ নিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিল নূর মোস্তফা টিনু।
রবিবার (৭ নভেম্বর) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম তাকে শপথ বাক্য পাঠ করান।
এসময় চকবাজার কাউন্সিলর টিনু ছাড়াও শপথ বাক্য পাঠ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশখন, বরিশাল সিটি কর্পোরেশন ও রাজশাহী সিটি কর্পোরেশনের নব নির্বাচিত কাউন্সিলরগণ।
উল্লেখ্য, কারাগারে থাকা অবস্থায় ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে উপনির্বাচনে প্রার্থী হন নূর মোস্তফা টিনু। এতে ২২ জন প্রার্থীর সাথে ভোট যুদ্ধে চমক দেখিয়ে নির্বাচিত হন এই যুবলীগ নেতা নূর মোস্তফা টিনু।
















