নিজস্ব প্রতিবেদক :
রাউজানের সংসদ সদস্য এ. বি.এম ফজলে করিমের জন্মদিন উপলক্ষে ১৮০ টি ধর্মীয় প্রতিষ্ঠানে পানির ফিল্টার বিতরণ করা হয়েছে।
শনিবার (০৬ নভেম্বর ) উপজেলার সূর্যসেন কমপ্লেক্সে সেন্ট্রাল বয়েজ অব রাউজানের উদ্যোগে এসব ফিল্টার বিতরণ করা হয়।
সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
এতে উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম।
সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সিনিয়র সহ-সভাপতি মঈনুদ্দিন চিশতীর সঞ্চলনায় এতে বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, রাউজান পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, জয়নাল আবেদীন।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব।
এছাড়াও এতে উপস্থিত ছিলেন শাহরিয়ার হাসান সাকিব, মোঃ মিজানুর রহমান, নোমান বিন আজিজি, আরফানুল ইসলাম আবির, আবদুল্লাহ আল রোমান, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ নাহিদ, তামিম সিকদার সাইফ, নুরুল আমিন অপু, মোঃ ফয়সাল, সালমান নুরাইন, মইন উদ্দিন, প্রিয়টন দে প্রমুখ।
অনুষ্ঠান শেষে ফজলে করিম চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
















