চট্টগ্রাম ক্ষুদ্র পাদুকা মালিক শিল্প গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছে মনজুর খাঁন ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. মোসলেহ উদ্দিন খাঁন।
শনিবার, ৩০ অক্টোবর সংগঠনটির পূর্ব মাদারবাড়ির কার্যালয়ে এ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুহাম্মদ শাহীন চৌধুরী।
নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, শনিবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৩ পর্যন্ত চলে ভোট গ্রহণ। ৭ টি পদের বিপরীতে স্বচ্ছ ব্যালেট বাক্সে ৩৫২ সদস্যের মধ্যে ৩০৮ জন সদস্য ভোট প্রদান করেন।
তারমধ্যে ২০৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মনজুর খাঁন ও ১৭৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. মোসলেহ উদ্দিন খাঁন।
এছাড়াও ভাইস প্রেসিডেন্ট পদে হাজী কনু মিয়া, যুগ্ম পদে সম্পাদক মোহাম্মদ খাইরুল ইসলাম,প্রচার সম্পাদক পদে আশিকুর রহমান উজ্জল,কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ বেলাল হোসেন সোহাগ,ক্রীড়া সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম খাঁন নির্বাচিত হন।
















