মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার :
ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে গতকাল খ্যাতনামা চিকিৎসা প্রতিষ্ঠান চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত এই নির্বাচনে ডা.এম এ তাহের খান – রেজাউল করিম আজাদ পরিষদ প্যানেল বিজয়ী হয়েছে।
গতকাল সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকেলে চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। প্রতিষ্ঠানের প্রায় নয় হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মো.মোরশেদ হোসেন ও জয়েন জেনারেল সেক্রেটারি সৈয়দ আজিজ নাজিম উদ্দীন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনে রেজাউল করিম আজাদ জেনারেল সেক্রেটারি এবং ডা. কামরুন নাহার দস্তগীর জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রফেসর এম.এ তাহের খান- মো. রেজাউল করিম আজাদ পরিষদ পূর্ণ প্যানেলে বিজয় লাভ করেন।
নির্বাচনে জেনারেল সেক্রেটারি পদে মো. রেজাউল করিম আজাদ পেয়েছেন ২৪৯১ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা.মোহাম্মদ আরিফুল আমীন পেয়েছেন ১৩৬৪ ভোট। জয়েন্ট জেনারেল সেক্রেটারি পদে ডা. কামরুন নাহার দস্তগীর পেয়েছেন ২৬৬২ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিসেস রেখা আলম চৌধুরী পেয়েছেন ১১৮০ ভোট। মেম্বার পদে প্রফেসর এম.এ তাহের খান – মো.রেজাউল করিম আজাদ পরিষদের একজন বাদে বাকি সকল সদস্য জয় লাভ করেন।
মেম্বার পদে নির্বাচিতগণ হলেন ডা. আবু তৈয়ব (২৫৫১ ভোট), মোহাম্মদ মো.আলমগীর পারভেজ (২২১৫ ভোট), ডা.কামরুন নেসা রুনা (২৫৫০), খায়েজ আহমেদ ভূইয়া (১৯৭৬ ভোট), ছৈয়দ ছগির আহমদ (১৬৭৭ ভোট), এ এস এ জাফর (১৭৬১ ভোট), ডা.জাহিদ হোসেন শরীফ (১৮৮৯ ভোট), ডা.নাসির উদ্দিন মাহমুদ (২১৩৪ ভোট), ডা.ফজল করিম বাবুল (১৯১৮ ভোট), আলহাজ্ব মো.হারুন ইউচুফ (১৮১৩ ভোট)।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মিজানুর রহমান। গত রাতে ভোট গণনা শেষে তিনি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
















