নিজস্ব প্রতিবেদক :
শাস্ত্রীয় নৃত্য আমাদের অনুভূতিকে উন্নত করে, সত্যিকার ছন্দময়, অভিব্যক্তিপূর্ণ, আবেগপূর্ণ এবং মার্জিত।
ভারতের উড়িষ্যা সরকারের সহযোগিতায় বিশ্ব ওড়িশী উৎসবের দ্বিতীয় পর্ব ;অর্থাৎ ১২ তম পর্ব এবার করোনা মহামারীর কারণে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে,যদিও তাঁদের পরিকল্পনা ছিল এবার বাংলাদেশে অনুষ্ঠান আয়োজনের।
এবারের অনুষ্ঠানের মূল আর্কষণ চট্টগ্রামের ‘ওড়িশী এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার,চট্টগ্রাম’-এর নৃত্যশিল্পীদের পরিবেশনায় ‘মঙ্গলাচরণ’।
উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন তন্বী দাশ, জয়িতা দত্ত, নিবির দাশ গুপ্তা, রিয়া বড়ুয়া, ময়ূখ সরকার, জান্নাতুল নাইম মুক্তা, কান্তা দাশ, সর্বাণী দত্ত, তাহিয়া তানভীন দিহান, পারমিতা দাশ, আফসানা ইকবাল হিয়া,সাথী বিশ্বাস, দিয়া দাশ গুপ্তা, মৈত্রী চক্রবর্তী তূর্ণি, অর্জিতা সেন চৌধুরী, দীপা দাশ,অভ্র বড়ুয়া,জুঁই চক্রবর্তী, প্রত্যাশা বড়ুয়া, ঈষিকা দাশ, মৃত্তিকা ধর, রাইমা মল্লিক, মৃন্ময়ী দাশ, পৃথা বড়ুয়া, দিবা চৌধুরী রাই, বৈশাখী বড়ুয়া, মৌমিতা মিত্র,আদ্রিকা পাল কৃপা, ত্রিনা দে। প্রায় ৩০ জনেরও অধিক নৃত্যশিল্পীর পরিবেশনায় মঙ্গলাচরণ অনুষ্ঠিত হয়,তাঁদের পরিবেশনায় মুগ্ধ হয় দর্শক। নৃত্য পরিকল্পনায় ছিলেন বরেণ্য ওড়িশী নৃত্যশিল্পী প্রমা অবন্তী।
এছাড়াও পর্বের বিভিন্ন দেশের অন্যান্য শিল্পীদের মধ্যে ছিলেন – ড. অঞ্জনা ময়ী সাইকিয়া, প্রতিষ্ঠাতা-আসাম দর্পণ নৃত্য একাডেমি। ওড়িষ্যার বেঙ্গালুরু থেকে অমৃতা রন্ধাওয়া। নটরাজ, ভুবনেশ্বর; ওড়িষ্যা থেকে সৌম্য শাস্বতী নায়ক। অনুজা পাদাভে, ভাষণো কালাক্ষেত্র, মুম্বাই। দীপা মহাদেভান, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। হান্না ওয়েং, ওড়িশী প্রচার কেন্দ্র, তাইওয়ান।
এই বছর বিশ্ব ওড়িশী উৎসব-২০২১ এর মূল আকর্ষন “বাংলাদেশ”,বাংলাদেশ কে কেন্দ্র করেই এই বর্ণাঢ্য উৎসব পালিত হচ্ছে।
উৎসব কমিটির চেয়ারম্যান গুরু রামাহারী দাশ,প্রতিষ্ঠাতা ;সাঁইমাহারী চক্র এবং আহ্বায়ক দেবযানী সেন ওড়িশী এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার,চট্টগ্রাম এর নৃত্যশিল্পীদের ভূয়সী প্রশংসা করেন।এছাড়াও ওটিডিএমসি মিডিয়া পর্ষদ-এর পরিচালক অভ্র বড়ুয়া জানান- আমরা সব ধরণের প্রস্তুতি নিয়েছি,চট্টগ্রামে উৎসব আয়োজনের,আয়োজক কমিটি আমাদের আহ্বান করেছেন ঢাকায়ও উৎসবের আয়োজন করতে,আমরা সে পদক্ষেপও নিয়েছি,ওড়িশী নৃত্যের প্রচার ও প্রসারের জন্য এমন আয়োজন দরকার,আগামী বছর করোনা পরিস্থিতি আরও স্থিতিশীল হলে উৎসব আয়োজন সম্ভব হবে।
বাংলাদেশের চট্টগ্রাম থেকে এই উৎসবের আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বরেণ্য ওড়িশী নৃত্যশিল্পী, ওড়িশী এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার,চট্টগ্রাম এর পরিচালক প্রমা আবন্তী।
















