নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আনোয়ারায় ৫১ হাজার ৬২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৫৫ লক্ষ টাকা।
শনিবার (৩০ অক্টোবর) র্যাব – ৭ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলেন- উত্তর পড়ুয়াপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র মো.জাফর (৬৫) ও একই গ্রামের মৃত সালেহ আহমেদের পুত্র মো.আব্দুল করিম (৩৩)।
র্যাব-৭ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইয়াবার একটি বড় চালান নিয়ে মিয়ানমার থেকে সাগর পথে একটি স্পীড বোট আনোয়ারা দিয়ে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা একটি বাজারের ব্যাগ থেকে ৫১ হাজার ৬২৫ পিস ইয়াবা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয় দীর্ঘ দিন যাবৎ মিয়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করতো একটি চক্র। সাগরপথে চট্টগ্রামের আনোয়ারার গহীরা এলাকায় ইয়াবা ট্যাবলেট পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রি করে আসছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
















