হাটহাজারী প্রতিনিধি :
হাটহাজারীতে পুকুরে ডুবে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম নাফিস।
শুক্রবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. রমজান আলী মুন্সির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মো. নাফিস ওই এলাকার মো.নাছিরের পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিশু নাফিস এর চাচা শওকত ওসমান বলেন বাড়ির পাশে খেলার সময় সবার অগোচরে পুকুরে পড়ে যায় নাফিস।
খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে স্হানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
















