নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের বাঁশখালীতে বস্তাবন্দি এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যাক্তির নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৩৫-৪০ বছর।
শুক্রবার (২৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় তার চেহারা বিকৃত হয় বলে জানায় পুলিশ।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, স্থানীয়রা শুক্রবার দুপুরে চানপুর বাজার এলাকায় একটি ফসলি জমির পাশে বস্তাবন্দি মরদেহটির সন্ধান দেখতে পায়। পরে তারা বিষয়টি আমাদের জানালে মরদেহটি উদ্ধারের প্রক্রিয়া শুরু করি।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ওই মরদেহ কোনো পুরুষের বলে মনে হচ্ছে। তবে চেহারা কিছুটা বিকৃত হয়ে যাওয়ায় এখনও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’
















