আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রথম বারের মত পরিদর্শন করেছেন নবনিযুক্ত চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোঃ ইলিয়াস চৌধুরী।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর বারোটায়
তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং সেখানে ভর্তি থাকা রোগীদের সার্বিক খোঁজখবর নেন।
এই সময় তিনি উপজেলার সদর ইউনিয়নের অস্থায়ী ক্যাম্পে গণটিকার ২য় ডোজ কার্যক্রম ও পরিদর্শন করেন।
এই সময় ডা. মোঃ ইলিয়াস চৌধুরী বলেন, দেশের প্রতিটি মানুষকে সরকারি স্বাস্থ্য সেবার আওতায় থাকতে হবে। সে লক্ষ্যে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, বর্তমানে কিছু ডাক্তার ও জনবল স্বল্পতা রয়েছে। নার্স ও সেবিকার স্বল্পতা রয়েছে। আমরা চেষ্টা করছি এ শূন্যতা পূরণ করার। এখন হাসপাতালে যারা রয়েছে তাদেরকে সিভিল সার্জন অফিস থেকে সবসময় তদারকি করা হয়।
তবে আমার একটা ম্যাসেজ হচ্ছে সাধারণ জনগণ যাতে পরিপূর্ণ সেবা পায়। সেই ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবেনা।
এ্যাম্বুলেন্স সেবার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আনোয়ারা, পটিয়া ও বাশঁখালীর চালকগুলো নিয়ে প্রশ্ন আছে। তাদের ব্যাপারে আমি দ্রুত ব্যবস্থা নিব। তবে চালক কম আছে আমাদের। তিনি আরও বলেন, কোন অবস্থাতেই জনগণ চিকিৎসার জন্য এসে হয়রানীর স্বীকার হলে সে রকম অভিযোগ পাওয়ার সাথে সাথেই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি কোভিড থেকে রক্ষা পেতে সরকারের দেয়া সকল স্বাস্থ্য সেবা মেনে চলতে সবাইকে অনুরোধ জানান।
পরিদর্শন কালে তার সাথে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন।
















