সীতাকুণ্ড: সীতাকুণ্ডে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহত স্ত্রীর নাম যূথী সূত্রধর (২৩) এবং রাম সূত্রধর’র কন্যা।
বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টায় পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ প্রেমতলা লোকনাথ আশ্রমের সামনে রাম ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, বছর ১ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক করে রাম সুত্র ধরের কন্যা যূথী সূত্রধরের সাথে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার অভি ধরের (২৭) সাথে বিয়ে হয়।
অভিভাবকের অগোচরে বিয়ের কিছু দিন পর তাদের মধ্য সম্পর্কের অবনতি ঘটে এবং উভয়ের ডিভোর্স হয়।
বুধবার সন্ধ্যায় হঠাৎ অভি মেয়ের বাড়িতে এসে যূথীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে নিজেও ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
এসময় স্থানীয়রা তাদের চিৎকার শুনে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যুথীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অভি বর্তমানে চমেক হাসপাতালে ভর্তি রয়েছে।
এব্যাপারে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, অভিযুক্ত আসামি স্বামী অভি গুরুতর আহত অবস্থায় পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। মূলত স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই ছুরিকাঘাতে আত্মহত্যার চেষ্টা করেন।
















