নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় কর্ণফুলীর শিক্ষার্থীদের ভোগান্তি দূর করতে উপজেলার ২নং বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সময় মতো কেন্দ্রে পৌঁছে দিতে ২নং বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিদারুল আলম দিদার ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছেন।
বুধবার (২৭ অক্টোবর) সকাল ৯টা থেকে নভেম্বরের ৫ তারিখ পর্যন্ত উপজেলার মইজ্জারটেক থেকে ফ্রি বাস ভর্তিচ্ছু শিক্ষার্থীদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে। তবে এর বিনিময় ভাড়া গুনতে হবে না ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের সঙ্গে থাকা অভিভাবকদের।
এ বিষয়ে বড়উঠান ইউপি চেয়ারম্যান দিদারুল আলম জানান, ভর্তি পরীক্ষার সময় কেউ কেউ রিকশা কিংবা অন্য যে কোনো যানবাহনে গন্তব্যে পৌঁছাতে গিয়ে নানা জটিলতায় পড়ে। মাত্রাতিরিক্ত ভাড়া গোনার পাশাপাশি গন্তব্যে পৌঁছাতে অনেক সময় দেরি হয়। সেসব ঝামেলা এড়িয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছি। এতে করে সময়মত নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
















