ফারুক হোসেন, মাটিরাঙ্গা: মেয়াদোত্তীর্ণ খাবার রাখা ও অস্বাস্থ্যকর খাবার মজুদ রাখার দায়ে মাটিরাঙ্গা বাজারের ৭ দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাটিরাঙ্গার ইউএনও হেদায়েত উল্লাহ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারী ও ফুড সেফটি ইন্সপেক্টর মোঃ মিজানুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
এসময় মাটিরাঙ্গা বাজারে অভিযান চালিয়ে পচা-বাসি দই, ঘীসহ অস্বাস্থ্যকর খাবার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য থাকায় বাজারের মহিউদ্দিন সুইটস এন্ড ডিপার্টমেন্টাল ষ্টোর দোকানীকে ১৫শত টাকা জরিমানা ও মেয়াদোত্তীর্ণ মালামাল জব্দ এবং পঁচা বাসি খাবার নষ্ট করা হয়।
এছাড়াও খাবারের মূল্য তালিকা না থাকায়, অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ খাবার রাখায় আয়োজন কুলিং কর্ণারকে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই কারণে সবজি গলির বাবুল, অর্পিতা স্টোর, আল মদিনা স্টোর, হালিম স্টোর সহ ৭ দোকানীকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭,৩৯,৪১ ধারায় ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদোত্তীর্ণ, ভেজাল পণ্য থাকায় তাদেরকে সাত হাজার পাঁচশত টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্লাহ।
পরে, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ ধারায় হেলমেট বিহীন ও অতিরিক্ত যাত্রী বহন করায় ৮ মোটরসাইকেল চালককে ১৫০০ টাকা জরিমানা করেন ইউএনও হেদায়েত উল্লাহ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেছেন মাটিরাঙ্গা থানার এ এসআই মোঃ হাবিবুল্লাহসহ তার সংগীয় ফোর্স এবং আনসার সদস্যরা।
















