নগরীর বায়েজিদ লিংক রোড়ে ট্রাক সিএনজি সংঘর্ষে ছয়জন আহত হয়েছে।
আজ শুক্রবার, দুপুর ২ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলে সিএনজি চালক মো. ইয়াছিন তার শালী,ট্রাকের ড্রাইবার ও হেলপার।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. কামরুজ্জামান বলেন, বায়েজিদ লিংক রোড়ে ট্রাকের চাকা ফেটে গেলে অপরদিক থেকে আসা সিএনজির সাথে সংঘর্ষ হয়। এতে ছয়জন আহত হয়। স্থানীয়রা আহদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
















