নিজস্ব প্রতিবেদক : শত বছরের ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণের মধ্য দিয়ে পুরো রেলের জায়গাকে আত্মসাৎ করার এক গভীর ষড়যন্ত্র চলছে। প্রাণ-প্রকৃতিতে ভরপুর চট্টগ্রামের ফুসফুস ধ্বংসের চক্রান্ত রুখে দাঁড়াতে মুক্তিযোদ্ধা, ছাত্র, শ্রমিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেনি-পেশার ব্যক্তিদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়েছে।
আজ বৃহস্পিতবার (০৭ অক্টোবর) সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজের সমাবেশে বক্তারা এই আহবান জানান। সমাবেশের ফাঁকে ফাঁকে গান-আবৃত্তি পরিবেশন করা হয়।
সমাবেশে বক্তাগণ বলেন, শতবছরের ঐতিহাসিক সিআরবি আসাম বেংগল রেলওয়ের প্রধান কার্যালয়। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই সিআরবি ধ্বংস করে বাণিজ্যিক বেসরকারি হাসপাতাল নির্মাণ করার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। সিআরবিতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ১০জন শহীদের কবরস্থান রয়েছে। এছাড়া নববর্ষসহ সাংস্কৃতিক কর্মকা-ের প্রধান কেন্দ্রবিন্দু, চট্টগ্রাম মহানগরীর মানুষের শ্বাস নেওয়ার উম্মুক্ত স্থান এই সিআরবি। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিআরবিতে হাসপাতালের নামে অত্যন্ত গোপনীয় কায়দায় ৬০০ শতক রেলভূমি ইজারার মাধ্যমে ধ্বংস করার আয়োজন চলছে। রেলওয়ে হাসপাতালটিকে ননহ্যারিটেজ এলাকা দেখিয়ে পুরো রেলের জায়গাকে আত্মসাৎ করার এক গভীর ষড়যন্ত্র চলছে।
দর্পণ সাহিত্য ও সাংস্কৃতিক সংঘ’র “প্রতিবাদী উচ্চারণ ” সাংস্কৃতিক পরিবেশনা সি আর বি পরিবেশ সুরক্ষা আন্দোলনে অংশগ্রহণ করেন সংগঠনের সদস্যরা।অনুষ্ঠানে গান পরিবেশন করেন দর্পণের প্রধান উপদেষ্টা ড. হানিফ মিয়া,পরিচালনা পর্ষদ থেকে বক্তব্য রাখেন মো: ইউসুফ বাবু, ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ আবদেল ওয়াহেদ চৌধুরী।অনুষ্ঠানে কবিতা পড়েন মাহামুদা তাসনিম ও নন্দিতা চক্রবর্তী। দলীয় ও একক গান করেন মো আবদেল ওয়াহেদ চৌধুরী,নন্দিতা চক্রবর্তী ও সিঁথি রায়,সৈয়দ মেগদাম জিম।শ্রুতি নাটকে অংশগ্রহণ করেন ড. হানিফ মিয়া, টিকেন্দ্রনাথ মন্ডল ও নাহিদ নেওয়াজ।
বাদ্যযন্ত্রে সহোযোগিতা করেন ফেরদৌস হাসান, শাহিনুল ইসলাম আবিদ।অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন নাহিদ নেওয়াজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান মুক্তিযুদ্ধ বিজয় মেলা মহা সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান মফিজুর রহমান, পরিবেশবিদ ড. ইদ্রিস আলী, কবি হোসাইন কবির,জাসদ নেতা জসিম উদ্দিন বাবুল, বেলায়েত হোসেন, মাইন উদ্দিন কোহেল,কবি মুসা চৌধুরী, স্বপন মজুমদার, ঋত্বিক নয়ন, প্রনব চৌধুরী, মোস্তাক আহমেদ,আওয়ামী লীগ নেতা সাবের আহমেদ, সৈয়দ নাফিজ উদ্দিন, লেখক দিলরুবা খানম, মোহাম্মদ হাসনাত চৌধুরী,কবি মিনু মিত্র, হুমায়ুন কবির মাসুদের
তাপস দে, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহামুদুর করিম, শফিউল আলম জিপু, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মাইমুন উদ্দিন মামুন, বনবিহারী চক্রবর্তী, সাজ্জাদ হোসেন জাফর, আব্দুল মজিদ বিপ্লব,
দিদারুল ইসলাম মুরাদ, অনির্বাণ দত্ত, জায়েদিদ, তৈয়বা জহির আরশি, নুরুল আজম, যুবরাজ দাশ প্রমুখ।
















