নিজস্ব প্রতিবেদক: কর্ণফুলী উপজেলার ফকিরনীরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে ব্যবসায়ীদের ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী এ কমিটি ঘোষণা করা হয়।
এতে মুহাম্মদ মুজিবুল হককে সভাপতি ও শাহাজাহানকে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদি এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
এতে কমিটির সর্বসম্মতিতে রমেল ধর সিনিয়র সহ-সভাপতি, মোঃ ফোরকান দুলা সহ-সভাপতি, কানাই লাল নাথ সহ-সভাপতি, মোঃ জানে আলম যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ বেলাল সহ -যুগ্ম-সাধারণ সম্পাদক, মনির উদ্দিন অর্থ সম্পাদক, আলমগীর সহ- অর্থ সম্পাদক, মোঃ আসিফ দপ্তর সম্পাদক, মোঃ নুরুল আবছার সহ-দপ্তর সম্পাদক, ইফতেখার প্রচার সম্পাদক, মোঃ নুরুল আবছার ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ তৈয়ব সিনিয়র সদস্য, রফিক সিনিয়র সদস্য, সুমন সিনিয়র সদস্য, এরশাদ সদস্য, তারেক সদস্য, আজিম সদস্য, লোকমান সদস্য, নুরুল ইসলাম সদস্য।
কমিটির নির্বাচিত সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাজাহান জানান, ফকিরনীর হাট এলাকার সব ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে রেজুলেশনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে।এটি একটি স্বচ্ছ ব্যবসায়ি সংগঠন।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের মধ্যে ঐক্য তৈরি, বাজার কেন্দ্রীক বিভিন্ন সমস্যা সমাধান ও বিভিন্ন যৌক্তিক ইস্যুতে ব্যবসায়ীদের পক্ষে কাজ করবে এ সমিতি। আমরা সব ব্যবসায়ীদের কাছে কৃতজ্ঞ, তাঁরা আগামী তিন বছরের জন্য আমাদের মনোনীত করেছেন। আমরা নিষ্ঠার সঙ্গে আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করব (ইনশাল্লাহ)।
















