নগরীর বায়েজিদ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে নারী চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো কামুরজ্জামান।
গ্রেফতারকৃতরা হলেন, শামছুনাহার বেগম (৪০), হোসনে আরা বেগম (৩৮), রোকসানা প্রকাশ আফসানা বেগম (৪০)
এসময় তাদের কাছ থেকে চুরিকৃত ১৮টি সার্কিট বেকার, ১ কয়েল তার, ১০টি সার্কিট, ৩০ পিস সাদা কসটেপ, ৯ পিস প্লাস্টিকের ইউপিভিসি, ১৭ পিস রেডিওয়াটার ইউপিভিসি, ৬৭টি বড় এলবো ইউপিভিসি, ২টি সার্কিট ইউপিভিসি উদ্ধার করা হয়।
ওসি কামরুজ্জামান বলেন, নির্মাণাধীন ভবনের মালামাল চুরি করাই তাদের পেশা। রৌফাবাদ এলাকায় নির্মাণ সামগ্রী চুরির ঘটনায় ভবন মালিকের ভাই মো. রহমত আলী থানায় অভিযাগ দায়েরের প্রেক্ষিতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে অভিযান চালিয়ে নগরীর পৃথক এলাকা থেকে তিন নারীকে গ্রেফতার করা হয়।
















